হে মহাকাল খেলছো তুমি নীতি ভাঙা গড়ার খেলা,
খেলছো তুমি নিজের সনে আপন ঘরে যে একেলা।।
আকাশ জুড়ে তারা শশী তাদের নিয়ে খেলছো বসি,
কখনো যে খসে পড়ে কখন আবার ভাসায় ভেলা।।
মানুষ নিয়ে খেলছো তুমি তোমার সকল নীতি গড়া,
সে ফাঁদে হে পড়ে মানুষ উজান দেখে; দেখে খরা।
আমার বেলা খরার স্রোতে কাঁদি আমি ভয়াল পথে,
খেলা তোমার থামেনা হে অসীম প্রাণে বসে মেলা।।
আর্জি আমার থামাও তুমি মানুষ আমি চিনতে নারি,
যারেই আপন ভেবেছি হে আঘাত দিয়ে ঝরায় বারি।
তারকাদের মতো জ্বলে থাকতে চেয়ে হৃদের তলে,
লিখেছি হে অজস্র গান নয় কোন গান যে পহেলা।।
মানুষ আমায় খেলতে সামিল করে শুধু অবুঝ মনে,
খেলার ধারায় অবাঞ্ছিত আঘাত আসে ক্ষণে ক্ষণে।
জলাঞ্জলি দিলাম সকল তাও পেয়ে রই জীবন ধকল,
ভাবছি মনে করছো বুঝি লোকের মতন অবহেলা।।