তাঁরেই যারা দেখতে চেয়ে ভাবে সে যে নাই,
তাদের আমি বলছি ডেকে ওরে আপন ভাই।।
সবকিছু কি হলো দেখা    হয়নি পুরো আকাশ শেখা,
হয়নি আজো সৃজন উৎস জানা দেখি তাই।
ধারণা আর করবে কতো ওরে আপন ভাই।।

ভাবলে সবি আলো আলো ভাবো যদি তারে,
চোখ মুদিলে সবি আঁধার রয়ে আলোর দ্বারে।।
তবে কেন ভাবছ এমন    দেখনা তাই তাঁরে যেমন,
অদেখা সে জানি সবাই ছুটছো দেখার পারে।
খোঁজা ভালো তবু সে যে আছে মনের দ্বারে।।

আবার বলি সকল সুরের উৎস দেখে আঁকি,
তবে কেন তাঁর সুরেতে দিচ্ছি সবাই ফাঁকি।।
জীবন গেলে রবে কি বা    চলবেনা যে তোমার জিহ্বা,
তখন তোমার কণ্ঠে গীতি রবে আবার বাকি!
দিচ্ছি সবাই আজ বুঝে সব তাঁরে শুধু ফাঁকি।।

দেখতে নারি তাঁরি আনন তাই জেগেছে কথা,
দেখা যদি পেতাম তাঁহার মুছতো ব্যাকুলতা।।
তাই বুঝি সে অগোচরে    দিলো এঁকে প্রাণের 'পরে,
মরণ এলেই পাবো দেখা জাগবেনা আর ব্যথা।
তাই জাগিয়ে চলে সে যে মনের ব্যাকুলতা।।

সকল দেখার তৃপ্তি আছে শেষ হলে সে খালি,
দেখে দেখে জানি আগুন ত্যক্ত লাগে জ্বালি।।
নূরের ছায়া পেলো বা কে    মানুষ কেবল মাটি আঁকে,
সুরের কথা তুলছে মানুষ নিজের গলায় ঢালি।
মরণ এলেই সুর মুছে যায় যতো প্রাণে জ্বালি।।

তাই বুঝি সে দেয়না দেখা অতৃপ্ত চোখ হলে,
দেখার আশা বুনবে সবাই উঠবে কৃপা জ্বলে।।
তাই না হলে অরুচিতে    রইবে না আর ধাতা মিতে,
ভাববে সকল এমন কি বা দেখছি পলে পলে।
সেই বাসনা সবাই মাখে উঠবে সে যে জ্বলে।।