আসছে ওরে আসছে নিয়ম পাষাণ দিগম্বর
বিজয় নিশান উড়িয়ে এবার জয় রাগিণী কর।
উঠছে পাষাণ আজকে ঘেমে,
কি বা বিচার আসে নেমে,
কিংবা প্রেমে,
ভাবছে সবাই সকল হবে নিয়মমাফিক স্বর,
বিজয় নিশান উড়িয়ে এবার জয় রাগিণী কর।

নির্ঘোষে যার পাপ জমেছে আজকে তারে ধর,
দেশের বুকে ফাঁপা বাঁশি বাজিয়ে মাতায় ঘর।
তুফান আজি আসলো বেগে,
চলছে দামাল পুলক ত্যাগে
আছে জেগে
দেখতে চেয়ে দেখছে কেবল রুদ্র ভয়ংকর।
বিজয় নিশান উড়িয়ে এবার জয় রাগিণী কর।

দামাল মুখের আগ্রাসনে পাষাণ চোখের 'পর,
বিজয় তাদের মাতন লাগে কাঁদছে অসুন্দর।
বিভীষিকার ভয়ে ওরা,
পালায় বয়ে আপন ঘোড়া,
পায়না তোড়া
ছুটছে আজি পরের ঘরে নাই জানি নিজ চর।
বিজয় নিশান উড়িয়ে এবার জয় রাগিণী কর।

আসুক যতই দেশের বুকে কালবোশেখী ঝড়,
মানুষ তোদের আশায় রাখে রইবি রে অনড়।
পালায় যারা ফিরেনা আর,
কেটে দিবি সকল আঁধার,
দিলাম রে ভার
দেশের লোকে ভাবছে তোদের জয়েরি ভাস্কর।
বিজয় নিশান উড়িয়ে এবার জয় রাগিণী কর।

মনের মাঝে রাখবি তোরা এক জগদীশ্বর,
মাতন মুছে নাটক মুছে গড়বি রে সুন্দর।
দেশের বুকে জমেছে ক্লেদ,
লোকের বুকে রয়েছে খেদ,
রয়েছে জেদ
জানি আমি তোদের বুকে জাগবে চরাচর।
বিজয় নিশান উড়িয়ে এবার জয় রাগিণী কর।

ভাঙা ঘরের ছাদ খোলা রে চালায় দিবি খড়,
গড়বি তোরা দেশের বুকে আলয় মনোহর।
আসবেনা আর বৃষ্টি সলিল,
রইবে মনে সবারি মিল,
রইবে যে দিল
পড়বে তবু নিশার ঘোরে মিষ্টি চাঁদের কর।
বিজয় নিশান উড়িয়ে এবার জয় রাগিণী কর।