আমার মাংসের পিণ্ড শকুনের থাবা থেকে রাখতে চেয়েছি অগোচরে
অবোধ তালের গানে শুনিয়েছি নীতি বাণী শকুনেরা শোনেনা যে তাই;
প্রাণের নিঃস্পন্দ বিন্দু আমারে করেছে আজ অন্তঃসারশূন্য কিছু নাই
তাই যেন দাঁড়িয়েছে অমন মলিন ছবি ---- দুর্ভিক্ষ এঁকেছে চিত্র 'পরে।
শুধু আছে দেহে প্রাণ আর আছে শীর্ণ কায়া কিছুটা ছটাক গোস্ত মিলে
তাই দেখে শকুনেরা হেনেছে নিজের থাবা -- সকল নীতির বাণী বৃথা;
আমার এ জরাজীর্ণ -- প্রাণের কদম ফেলি হয়ে গেছে এ অন্তর তিতা
চিলেরাও মেলে ডানা করেছে আমায় হানা বিনাশ করছে তিলে তিলে।।
তারপর প্রাত হতে শুনেছি ভোরের গান ---- নেই সেই পুরো মাদকতা
রয়ে আছে শুধু শ্লেষ আছে আবার বিদ্বেষ হিংসার অনলে আমি পুড়ি;
শকুনেরা হাসে দেখে নিজেদের নাম লেখে কবিতায় নীতি বাণী খুঁড়ি
অবশেষে বিধাতার হয়েছে আবার সাধ দীক্ষা দিতে জাগে ব্যাকুলতা।।
সাগরের ঢেউ সবে যেমন মেতেছে জেগে -- আঘাতের বানে তরী দোলে,
আমার প্রাণের তরী তেমনি কাঁপছে শুধু পড়ে আছি বিধাতার কোলে।।