ধর্ম আমার, ধর্ম তোমার, ধর্ম সবার আছে,
জঙ্গি সাথে ধর্মে আবার মিল খুঁজিনা পাছে।
মূলভাবে যে বলেছি আজ জঙ্গি প্রাণের কথা
ওদের ধর্মে তোমার আমার ধর্ম পুড়ে আঁচে।
লোনা সাগর, নহে লোনা নদীর পানি জানি,
নদীর পানি মিশে আবার সাগর জলে মানি।
ধর্ম জানি সাগর জলের বিশাল সলিল মত,
জঙ্গি তবেই বিকৃত রূপ চেখে দিলো বাণী।
আজ বলি তাই ধর্ম সবার শান্তিকামী হলে,
জঙ্গি লোকে মিশেছে যে নোনা পানির জলে।
ওরা সকল মানুষের ন্যায় হাত পা আছে সনে,
মিশে গেছে জঙ্গিরা সেই সঠিক কোলাহলে।
আজি বলে শেষ করি ভাই মানুষ হতে হবে,
সবার ধর্ম সেই কথা কয় মেনেছি সব কবে!
আজকে যারা মানেনা তা তারা জঙ্গি রূপে,
মিশে গেছে সবার সাথে উগ্র কলরবে।