পাললিক শিলা দেখি সবলে জমাট বাঁধে হয়েছে পাথর
আমার প্রেমের কথা বিগত কালের স্রোতে শুধু ভেসে যায়;
খুঁজি আমি শুধু পেতে সেই আননের সুখ পেয়ে অবসর
অথচ ক্রন্দন আসে তার চোখ শুধু ভাসে দেয়না সে সায়।
হয়তো বা মখমলে হৃদয় বুনেছে সে যে পৃথিবীর বুকে
পেঁজা তুলোর মতন যেমন নীরদে চলে তার সেই চলা;
আমায় আশ্রয় দিল নিজের হৃদয়ে সে যে আপানর সুখে
কতনা বঞ্চনা সয়ে ভালোবাসা প্রস্ফুটিত করেছে উতলা।।

আমি তারে ভুলে যাব ভেবেছি যে বহুবার ফিরে পুনঃ আসে
চোখের কথার দ্বারা আমারে করেছে সারা ভাসে সেই স্মৃতি;
জানি আমি সে যে সুরে আমায় হৃদয়ে পূরে শুধু ভালোবাসে
তাই আজো নিজ মনে জেগেছে সকল ক্ষণে তার প্রতি প্রীতি।
ধীরে ধীরে মেদুরের শিলা আজ জমে গেছে মনের ভেতর;
আমাদের প্রেম জানি হয়েছে কঠোর মানি জমাটে পাথর।।