কোন কূলে তোর ঠেকে তরী,
কোন কূলে সেই বিভাবরী,
জানিস নাকি ওহে পাষাণ তুই।
জীবন গেলো সাগর বুকে
চললি রে তুই ধুঁকে ধুঁকে,
সাগর লহর বলে তোরেই ছুঁই।
সেই পরশে জাগে যে ফিসফিস,
জগদীশ, জগদীশ।।

ডাকতে যদি লাগে বাধা,
ঠেকবে তরী কেবল সাধা,
মন্দ কাজের উছিলাতে আজ।
ভুলে গেলি নিজের ধাতা,
জগতে তাঁর আঁচল পাতা,
করেছে সে সারা জগত রাজ।
আছিস কেবল মৌজে অহর্নিশ,
জগদীশ, জগদীশ।।

তরী চালাস নিজের লাগি,
চলছে তরী রাত্রি জাগি,
ভুলে থাকিস কার সে সকল দান।
পানসে মুখে কেবল কথা,
নেই মনেতে ব্যাকুলতা,
জগত মোহে আছে ভরে প্রাণ।
জানেন ধাতা তোর হৃদয়ের বিষ,
জগদীশ, জগদীশ।।

পারের দেখা পেতে হলে,
তাঁর নামেতে উঠ রে জ্বলে,
পাবি তবেই পারের দেখা ঠিক।
আকাশ দিবে তোকে ছায়া,
পথ দেখাবে তারার কায়া,
আঁকা আছে আকাশ ভরা ঋক্ষ।
খুঁজে যারে তোর সকল মিলমিশ,
জগদীশ, জগদীশ।।

বন্ধ্যা তীরের কোলে এসে,
পাবি কি আর ভালোবেসে,
তাঁরেই ভালোবেসে পাবি সব।
জীবন তবে পূরণ হবে,
মাতবি রে তুই কলরবে,
আকার পাবি তোরি নিজের শব।
বাজবে তখন তোর সে কূল আশীষ,
জগদীশ, জগদীশ।।

জগত সময় খুবি ক্ষীণ,
থাকিস যদি দীনহীন,
মেনে নে রে সকল পাবার বেগ।
পাখির মতন উড়ে চলে,
যারে সকল অন্যায় দ'লে,
সুখের কূলের আশা করিস ত্যাগ।
ডেকে যারে দিয়ে পাখির শীষ,
জগদীশ, জগদীশ।।