আসার বেলায় এসেছিলাম নগ্ন হয়ে মায়ের কোলে
খোলা ছিলো আমার দু'টি আঁখি,
দেখেছিলাম সকল কিছু আমার মায়ের কান্ত বোলে
দেখা ছিলো শুধুই তোমায় বাকি।।
জীবন আমার কেটে গেছে দেখতে দেখতে সবি,
এঁকে গেলাম কেবল আমি তোমার সৃজন ছবি,
ভুলেছিলাম মরণ কথা যা বাজেনি মনের ঢোলে
ছিলাম আমি জগত মায়ায় ঢাকি।।

সব খোয়ালাম এই জগতের স্বজন কিবা বন্ধু সকল
তোমায় ভুলে থাকা আমার হলো,
জীবন যৌবন টেনে নিল পাপের পথে দিলো ধকল
হয়নি আমার দু'চোখ ছলোছলো।
দেহের ভূষণ করতে রঙিন মগন ছিলাম আমি,
আয়েস করে ক্ষীরোদ পেতে নিচে গেলাম নামি,
জীবন মাঝে সকল শুধুই তৃপ্তি মাখা ঢেঁকুর তোলে
বুঝিনি আর নিভবে পরান পাখি।।

যৌবন হলো আমার গত আজকে দেখি শুদ্ধিসারে
বুঝেছি আজ জীবন মানের কথা,
তোমার লাগি জীবন পথের আগম হলো পৃথ্বী দ্বারে
তোমার লাগি জাগে ব্যাকুলতা।
বিড়ম্বিত করেছি আজ আমি তোমায় আপন বেগে,
ছিলাম মগন পৃথ্বীর বুকে আমি সকল কিছু ত্যাগে,
আজ বুঝেছি বিরল তিমির আমার চোখে শুধু দোলে
নগ্ন হলাম আবার আঁধার মাখি।।