কোন সুতোর ঐ জাল বেঁধেছি ধরতে নদীর মীনে,
ঝাঁকে ঝাঁকে আসে যে মীন নিলাম সকল চিনে।।
মাছের দ্বারা আহার জোটে দেখছি সকল বিদ্যা ছোটে,
জালের তরে আটকা পড়ে করেছি মাছ জিনে।।
সারা দিবস সারা রাতি আছি লেগে পিছু,
মাঝে মাঝে জোয়ার আসে সহসা পাই কিছু।
অমন করে চলছিল কাল বুঝিনি আর নিজেরি ভাল,
ছিলাম আমি কাজের লাগি কেবল তাঁরে বিনে।।
আমার তরী মাঝ সাগরে মাছের লাগি ছুটে,
সাগর বুকে মাঝে মাঝে ঝড় এসে মন টুটে।
তখন মনে পড়ে তাঁরে নিজের ওজন নিজের ভারে,
ডেকে তাঁরে নিলাম আমি আমার জীবন কিনে।।
জালের মাঝে আটকে আছি বুঝিনি আর সে তা,
তাঁর জালেতে বন্দী আছি বুঝলাম এবার কথা।
পারিনা যে ছাড়াতে আর চোখের কূলে বিশাল পাথার,
করলো আমায় বন্দী সে যে জীবন দানের ঋণে।।
জালের কথায় মনের মাঝে আসে মাছের দশা,
ফিকির করি ধরতে যে মীন আটকে জালে কষা।
তাতে আমার বোধ জেগেছে মাছের হালে সুখ ভেগেছে,
বুঝি কিরূপ বেঁচে আছি রাত কিবা আর দিনে।।