আর কতকাল পোড়াবে হে পুড়ে হলাম খাঁটি,
দিবে কি সুখ যখন আমায় দেবে লোকে মাটি।।
কয়লা পুড়ে হলো হীরা হৃদয় আমার শুধুই চিরা,
হৃদয় সাঁচি করতে আমি পাতি নিজের ঘাঁটি।।
আমের স্বাদে যেমন মজা পাকলে আমের ফলে,
সব আনন্দ যায় পাওয়া যায় শুধু রসের জলে।
ভেজা রসের খেলা খেয়ে হৃদয় শুধুই উঠে গেয়ে,
আমি হবো আমের রসে ভেজা অমন আঁটি।।
হবার কথা যাই ভেবেছি হইনি তেমন কিছু,
দিলে আমায় কেবল আগুন পুড়ছি রয়ে পিছু।
হীরা কিবা আঁটির রূপে আছি আমি শুধু চুপে,
এবার দাহ রদ করো হে করে পরিপাটি।।
সুখের ছোঁয়া পেতে গেলে কাজের ধারা কিবা,
সুখের লাগি কাঙ্গাল হৃদয় শুষ্ক আমার জিহ্বা।
চোখে নারি উজান দেখা হলো শুধু পোড়া শেখা,
আর চিনেছি আমি শুধু চলন মাঝে ভাটি।।
করুণা যার অসীম বলে জেনেছি এই প্রাণে,
তাঁর কি তবে নামতে হবে হতে ঐ আসমানে।
তুমি জানি এক ইশারায় দিতে পারো গড়াতে সায়,
এবার আমায় সায় দিও হে শুধু পুলক চাটি।।