আরশে তোমার বাসা শুনেছি কথাটি খাসা আরশ আমার কি বা মন
সেখানে পঙ্কিল নাহি আমরা যে স্তুতি গাহি ছোঁয়ার আশাটি মনে ধরে;
ভাবনার দোর মেলে পারিনা ছুঁইতে গেলে ভাবি কি বা বৃথা অবসরে
তবু যে সেখানে তুমি রয়েছো দিয়েছি চুমি করে চলি যেতে আয়োজন।
আমার হৃদয় আজ ধরেছে কেবলই সাজ জীবনের গ্লানি মেখে সুরে
সেখানে তোমাকে রেখে পবিত্র করেছি চেখে হৃদয় আরশ বলে যাকে;
অবসান ফিরে আসে জীবনের গীতি ভাসে তোমার নামটি ধরে ডাকে
এতো কাছে আছো তুমি নিয়মিত চলি চুমি তবু মনে হয় আছো দূরে।।

বেঁধে দিলে কোন সাঁকো আমায় কিরূপ হাঁকো সেই ভাবনায় নিতি চলা
অন্তর, আরশ আর করেছে আমাকে ভার বয়ে চলে তোমার ওজন;
জপে জপে ছুটে চলা তোমার কথাটি বলা কাঁপে বুঝি আমাদের মন
সহিষ্ণু হয়েছো বলে চলো নাই আর দ'লে মন করে আজকে উতলা।
তোমার ওজন বয়ে আরশ ভেসেছে সয়ে সাত আসমান সেই তানে;
আমার অন্তর আজ মেখে চলে কারুকাজ তোমায় রেখেছে তোমা' দানে।।