মাখিস নে তুই রঙ ওরে ভাই তোদের হোলি খেলায়,
রাজপথে তুই দাঁড়িয়ে থেকে দেখ পাবি রঙ ভেলায়।।
সেথায় যাদের আসন বসে তারা দেশের ভাবী,
তাদের তাজা রুধির দেখে হোস না বেহিসাবি,
ছুট রে এবার রঙ পেতে তাই লাশের আসর মেলায়।
মাখিস নে তুই রঙ ওরে ভাই তোদের হোলি খেলায়।।
আর যদি না তৃপ্তি মেটে অমন রঙ যে তাজা,
তবে তোদের হোলির বাঁশি বিধুর তানে বাজা।
মানুষ এখন চাইছে মুক্তি আপন গানের সুরে,
রাগিণী তার আসছে শুনি প্রবল যে বিধুরে,
গুলির নিনাদ বাজছে শুনি আজকে অমন বেলায়।
মাখিস নে তুই রঙ ওরে ভাই তোদের হোলি খেলায়।।
মাতন তুলে মায়ের কোলে পড়ছে ঢলে প্রাণে,
দিলো ছেড়ে যে মা নিজে আপন ছেলে দানে।
পারবি কি তুই করতে গুলি রঙ পেতে রে সবে,
মাতন শুনে কেমন করে নাই বা জেগে রবে,
লাগবে কি আর নতুন সে রঙ রুধির অশ্রু ফেলায়।
মাখিস নে তুই রঙ ওরে ভাই তোদের হোলি খেলায়।।