হোগলা পাতার বন দিকে লুকিয়েছি আমি আজ ফিরে
বছর ছয়েক হলো আজ--
মেখেছি কতনা সুরে গান
এই মনো প্রাণ--
উজাড় করেছি আমি নিজের প্রেমের কথা নিজ সুরে
তোমাকে দেখতে যেন প্রাণ আসে বনের সে তীরে।
সজল আঁখিতে তুমি কটাহ কাজল মেখে আসো
তার পাশে এক নদী বহে
আড়ালে আমার মন আজ
মাখে যেন চোখে কারুকাজ
প্রাণের উৎসারণে যুঝি দেখে আমি পুরাতন খুঁজি
তখনি আশ্বিন মাসে
আমার চোখেতে ভাসে
পুঞ্জীভূত মেঘো ছায়া আসে বনের ভেতর অন্ধকার
হয়েছিল ছ'বছর আগে দেখা শুধু তোমার আমার।
ছিলো কাঁখে কুঁজা আর ছিলো যেন মাখা লজ্জা মুখে
পথের আবিল মেখে এসেছিলে তুমি নিতে জল
পানীয় প্রাণের তৃষা করেছিল আমাকে কতল
আজকের আশ্বিনের ঢের
মেঘের ছায়ায় পাই টের
নেমেছে আঁধার যেন শুধু কতকাল প্রেমহীন গ্রাসে
দেখি আমি আকাশের দিকে
নেই মাখা আর কোন ঋক্ষে
নেই যেন ঘোর আসে অমাবস্যা রাতি আসে ফিরে
আবার এসেছি আমি তোমার আমার চেনা তীরে।
আঁধারের ঘোর কেটে দেখেছি আলোক আমি ফিরে
প্রাণের তিয়াসা আসে ফিরে
যাবো বলে দেখি আলো আর
সাথে আছে আলোকের দ্বার
অথচ কখন তুমি হোগলার বন ছেড়ে চলে গেলে
খেয়ালের বশীভূত মনে আমাকে একলা রেখে ফেলে।
তখনি দেখেছি আমি তোমার বধূর সাজ নদী তীরে
আবার বছর ছয় পরে আসি আমি এই বনে ফিরে।