বালির মরুর বুকে
চলছিল এক যুবক ধুঁকে ধুঁকে;
ওরে নওজোয়ান;
আনলো হেনে আঁধার বুকে নতুন আলোর বান।
এলো নতুন বান; এলো নতুন গান
স্বয়ং ধাতা বর দিয়েছেন করে তাঁরে দান;
আক্রোশে যে অন্ধকারে
দাঁড়িয়ে কাঁদে নিজের ভারে,
সেই সে মরুর জাতি;
জাহেলিয়ায় ডুবে ছিলো তাঁহার আপন জ্ঞাতি।
ফুটফুটে সেই যুবক যেন আজ
দেখালো সে মরুর বুকে এক বিধাতার তাজ;
ওহীর কথা লোকের মনে
দোলা দিলো সঙ্গোপনে,
আনলো নতুন কুসুম সকাল ঊষার মরুর বুকে;
জাগিয়ে দিলো নতুন বাতি অতীত গেলো চুকে।
তাঁর পরশে আজ
ভাঙলো সকল কুসংস্কার আর বাতিল কারুকাজ;
মরুর বুকে নওজোয়ানে
খোদার নীতি গাইলো গানে,
তাঁহার পরশ দ্বারা যেন ফুটলো নতুন গীতি;
কাবার সকল মূর্তি গুলোর হলো শুধুই ক্ষিতি।
মানুষ আজি আশা পেলো
ছিলো তারাই এলোমেলো;
নওজোয়ানের রক্ত ঝরে
সকল তাঁরে আপন করে;
যায়নি বিফল কিছু
সত্য ন্যায়ের কথা বলে ছিলো খোদার পিছু।
ধাতা কি রয় চুপ
নিজের কথার প্রকাশ ঘটায় ওহী দ্বারা ধুপ,
সূর্যের আলোর মতো যেন আজ
বিকাশ ঘটে ধাতার কারুকাজ।
বঞ্চিত সব লোকের কাছে
ছড়িয়ে গেলো ধাতার বাণী সমুখ কিবা পাছে।
মানুষ সমান তাই
ধাতার কাছে সবাই সমান তাঁহার জুড়ি নাই।
সেই বাণীতে মেখে যুবক ছড়িয়ে দিলেন সকল কথা
জাগলো মানব মনে ব্যাকুলতা।
ধীরে ধীরে সময় গেলো
ধাতার কৃপা ছেয়ে এলো
ছড়িয়ে গেলো সারা জাহান ধাতার বাণী তাই;
সত্য বাণীর আলোকে সে হলেন সবার ঠাঁই।
মানুষ সমান সেই কথাটি এলো দুনিয়ায়
সেই বাণীতে পেলো সবে তাদের মনের সায়,
আজ বুঝেছে সকল লোকে সেই যুবকের কথা
জাগায় আজো লোকের মনে বাণীর ব্যাকুলতা।
সবাই তাঁরে চিনলো আজি ভাববাদী রূপ ধরে
এসেছিলেন তিনি জানি মানুষ আপন করে;
সেই তো আপন গান
সেই বাণীকে বলে সবাই পবিত্র কুরআন।
তাঁর সে নামে জিকির তোলে প্রিয় মুহাম্মদ
জোড়া দিলেন তিনি এসে মানব মনের খদ।
কেমন করে ভুলি
আমরা সবাই মুসলমানে তাঁরে প্রাণে খুলি।
চির কালের মহামানব
ভাঙলেন এসে সকল দানব;
শুধুই বাণীর দ্বারা;
মরুভাস্কর হলেন তিনি করে কর্ম সারা।
আঁধার বুকে আলোক এনে করেন অন্যায় রদ;
সে যে আমার; সে যে সবার প্রিয় মুহাম্মদ।