গুণী কহে গুণের কথা; দোষী ঢাকে নিজের দোষ,
গুণের কদর করেনা কেউ দোষ দেখে যে অসন্তোষ।
দশটা কাজের মাঝে যদি একটা ফলাফলে নাই,
তবে লোকে তারে নিয়ে মেতে ফলায় নয়টা ছাই।
অথচ যার গুণের ভারে ন্যুব্জ হলো নিজের শির,
তারে খেতাব দেয়না কেহ বলে না আজ তারে বীর।
গুণীরা সব আজকে মাখে দোষীর কাছে ফরিয়াদ,
দোষীরা সব বলের জোরে গুণীকে দেয় অপবাদ।
সকল দোষে দোষী হলো আজকে দেখি গুণীজন,
প্রকৃত দোষ ঢাকা পরে আপনি কারে গুণী কন।