কোন বিহ্বল গান শুনেছি আকাশ বাতাস জুড়ে,
মরণ আমার নিকট আসে চলছি কবর খুঁড়ে।।
কতো লাশের দাফন দ্বারা করেছি নিজ কর্ম সারা,
দেখিনি যে নিজের পানে আনন গেছে পুড়ে।।
রোদের তাপে কিবা বরষ এসে গায়ে মাখে,
সকল কিছুর জলাঞ্জলি আমার শরীর চাখে।
কখনোবা গলিত লাশ কখন আসে তরতাজা খাস,
কবর দিয়ে মাটির দ্বারাই গড়েছি সব চূড়ে।।
আজ এসেছে আমার বেলা মরণ বাহী দূতে,
যাবো এবার তাঁর সেখানে হবো যে নিখুঁতে।
এত দিনের ভাষা আমার করবে রুদ্ধ কর্ম পাথার,
আঁধার ঘরে রইবো শুয়ে হবো জানি কুঁড়ে।।