গোপন তোমার বিকাশ তোমার সবি
দাওনি তুমি আমায় কিছুই জানি,
লিখছি কেবল তোমার আঁকা ছবি
তা জানি নয় আসমানী ওই বাণী।
শাখীর শাঁখা আজ দাঁড়িয়ে আছে,
তারা জানি তোমায় কেবল বাছে,
ফুলের দিকে ভ্রমর যেমন নাচে
তেমনি তোমায় বুকে আমি টানি।।
ফুলের বিকাশ হবে তখন সুখে
ফুটবে যখন বিকশিত ফুলে,
আমার বিকাশ তোমার মাঝে ভুখে
লিখা আমার উঠবে যখন দুলে।
মানব প্রাণে পাই হে যদি সাড়া,
হবো আমি জগত বুকে খাঁড়া,
করবে বিজয় আমার পিছে তাড়া
আমায় নিয়ে হবে কানাকানি।।
বিকাশ হলে গোপন রবে কিবা
তুমি গোপন সত্য আলোর বেগে,
আবার তুমি প্রকাশ হবে বিভা
চির ঘুমের আসলে সময় লেগে।
তখন না হয় দিয়ো গোপন করে,
এখন বিকাশ করাও আমায় ভরে,
তোমায় গোপন রাখি হে অন্তরে
তোমার বিকাশ গানেতে সম্মানী।।