ঘুড়ি উড়াও নাটাই হাতে আমি তোমার ঘুড়ি,
মাঞ্জা দিলে মেরে সুতায় তাতে আজো উড়ি।।
কেউ পারেনা কাটতে আমায় উড়ি তোমার দয়াতে হায়,
ধারালো সেই মাঞ্জা সুতো আমি আছি কুঁড়ি।।
বিকচ হবো চলছে প্রয়াস ওহে তোমার কাছে,
বলি আমি উড়াও আরো দূর আকাশে পাছে।
যাবো বলে অনেক দূরে উড়ছি আমি হাওয়ার সুরে,
আসে হাওয়া প্রবল স্বরে নিজ আনন্দ খুঁড়ি।।
আমার সনে লাগছে যারা তারা কাটা পড়ে,
উড়ছি আমি সকল সনে আজ প্রবলে লড়ে।
সাথে সাথে আসে হাওয়া আমার শুধু উড়তে চাওয়া,
বাতাস সাথে বলছি কথা মধুর বাণী ছুঁড়ি।।
জানি আমি যাবো ঝরে একদিনে এই নভে,
সেদিন তুমি দিয়ো হে ঠাই আমাকে এ ভবে।
যদি বেঁচে যাই হে আমি যদি না আর নামে যামী,
ছুটব আবার নভ পানে সুখ বাজিয়ে তুড়ি।।
আর যদি না সময় থাকে ওহে আমার ধাতা,
দিয়ো আমায় স্নিগ্ধ আদর কিবা কান্ত চাতা।
সে ভরসা করছি কেবল আছি আজো আমি সবল,
মৃত্যুকালে চাইনা অগ্নি চাইনা আমি পুড়ি।।