ডেকেছিলে আমাকেই ঘুমিয়ে ছিলাম আমি ডাক শুনি নাই ডাক
শীতল উন্মাদনার স্রোত বয়ে গেছে শুধু দেখে স্বপনের ঘোর;
স্বপনের মাঝে আঁকি আমার পরান পাখি দিয়েছি তাহারে হাঁক
বাস্তবে তোমার ডাক আসেনি আমার কানে ওগো হৃদয়ের চোর।
কতো কথা বলে চলি কতনা নারীর টানে শুনি তান ঝিনিঝিনি;
তোমাকে পাইনি বলে নাম ধরে ডাকি নাই ও আমার বিদেশিনী।।
অথচ করাল সিন্ধু জেগে আছে চিরকাল ঘুমে ডোবে নাই বলে
আকাশের তারাদের মতো সঞ্চালনে আমি পারিনি জাগতে আর;
যখনি সে তুমি জাগো ঘুমিয়ে কাটিছে বেলা তোমার কথাটি দ'লে
বিপরীত স্রোত বুঝে ভাবিনি কখনো আর হলে উছিলা আমার।
অথচ শুনেছি আজ জেগে থেকে তুমি কও অন্তরের ছোঁয়া জিনি;
তোমাকে পাইনি বলে নাম ধরে ডাকি নাই ও আমার বিদেশিনী।।
যুগের হাওয়াটি মেখে হইনি যে বহুগামী হয়েছি ভরসা তোর
ক্লান্ত পায়া ফেলে চলি উদাসীর কথা বলি উদাসের তান তুলে;
কোথায় আমার প্রেম কোথায় তাহার বাঁধা কাটেনা মনের ঘোর
নিশ্চিত জানিনা আজ উছিলা ভাস্কর কেবা পেন্ডুলাম উঠে দুলে।
তাই দ্বিধা মেখে চলি তবু যে তোমাকে বলি রয়েছি তোমাতে ঋণী;
ভালোবাসা আছে মনে নিদারুণ সঙ্গোপনে ও আমার বিদেশিনী।।