অসার গানের প্রসার হলো তোমার গানকে রেখে,
ভালো গানকে লোকেরা আর দেখেনা হে চেখে।।
চলছে এখন মন্দ বুলি তোমার গানকে গেলো ভুলি,
আসছে সমুখ আরো দুর্যোগ অশ্লীলতা মেখে।।
অথচ আজ গানের বিভু মুখের বুলির দাতা,
মানুষ সে গান ভুলে গিয়ে ভরছে মন্দে খাতা।
চৌদিকে যার গীতি বাজে শ্রবণে গান মিঠে সাজে,
সে গান কেমন করে লোকে ভুলছে মোহ দেখে।।
অসার গানের প্রসার এখন চলছে চারিদিকে,
মন্দ তালের গানের তানে হচ্ছে ভালো ফিকে।
তা দ্বারা হে তোমায় ভোলা তোমার বাণী ঘরে তোলা,
কেউ লেখেনা পড়ে বাণী না পড়ে কেউ শেখে!।
আমার নিকট অমরাবতী পৃথ্বীর থেকে দামী,
তাই লিখেছি নিজের গানেই বাণী যাই আসমানি।
চাইনা প্রসার মন্দ গানের নেচে করে মাতলামি ঢের,
চাইছি গোধূম পাতায় আসুক সবুজ কালি লেখে।।