আমি জগত মাঝে গাইতে এলাম
হয়নি সে গান গাওয়া,
ঘরে আসন পেতে আশায় আছি
সে যে করবে আসা-যাওয়া।।
দেখিনি আর তাঁর সে আনন
আমার নিজের চোখে,
আসেনা সে শুনেছি হায়
এমন ভুবন লোকে।
জানি আসে কেবল ভবের কোলে
সুর মেশানো হাওয়া।।
জানি কেউ দেখেনি জানি আমি
তাঁর সে আননখনি,
আমি কেবল শুনেছি তাঁর
কোমল পদধ্বনি।
সেই ধ্বনিতে মুখর হয়ে
আমার জন্ম বাওয়া।।
আজ রাগিণী জাগুক শুধুই
আমার কণ্ঠহারে,
আমি তাঁরে দেবো আমার গীতি
আয়েশ করে ভারে।
যদি পারি গাইতে সে গান
তবেই তাঁরে পাওয়া।।
আমি তাঁর কাননের মালি হবো
গানের সাথে মিশে,
আমার ঘুম ভাঙিবে গানের ঘ্রাণে
পাবো নিজের দিশে।
সেই ভাবনা করছে আমায়
সকল সময় ধাওয়া।।
জানি তাঁরে পেতে হলে সে গান
গাইতে হবে ভারী,
জানি জগত মাঝে আসার কারণ
গানের লাগি তাঁরি।
সে যে দেবে আমার কণ্ঠে সে গান
এইতো আমার চাওয়া।।