তোমায় না হে ডাকতে জানি
তাই বলে না ডাকি,
জগত মাঝে মোহের ছলে
দিলাম তোমায় ফাঁকি।।
তবু যদি আসে খরা,
রক্ষা করো আমায় ত্বরা,
জীবন গানের বাণীর কথা
রাঙিয়ে তুলে রাঙাও ধরা--
কৃপার দুয়ার খুলে রেখে,
সহজ করে দিয়ো দেখে,
হৃদয় আমার সকল শেখে
দাও অপরাধ ঢাকি।।
ত্বরার জগত মাঝে আছি
ক্ষণিক মোহের ছলে,
দাও হে তোমার দীক্ষা আমায়
চোখ পুড়ে যাক জলে।
ডাকার বেলায় মূক হয়ে যাই,
কেমন করে ডাকি হে তাই,
নিজ দীনতার পরিচয়ে
জগত মাঝে সকলি চাই--
ভুলিয়ে দিবে আমায় সবি,
আঁকবো শুধু তোমার ছবি,
মনে যেন তোমায় লভি
সেই আশাতে থাকি।।
ব্যঞ্জনা যার নিজের লাগি
ফিরাও তোমার পথে,
ডাকার সাধ্যি দিলে যারে
চড়ে না ভুল রথে।
পুণ্য করার সাধে যারা,
গুনে চলে আকাশ তারা,
তোমার সৃজন মহিমাতে
গাইছে যে গান মেনে ধারা--
তাদের মতন দিবে করে,
ভাবনা আসুক অবসরে,
পরান মাঝে তোমায় ভরে
যেন তোমায় চাখি।।