লাগাম টেনে ধরলে তুমি পারিনা আর সমুখ যেতে,
থির হয়েছি ঘুরছি সেথায় যেথায় আছে মার্গ তেঁতে।।
ব্যারিকেডে হোঁচট খেয়ে পিছন আমি যাইনা ধেয়ে,
আছে সেথা অন্ধকার ও শ্বাপদ সকল আছে মেতে।।
অথচ যার সমুখ চলন প্রয়োজনের আশায় থাকে,
তাঁরে কেন বাঁধলে তুমি সমুখ মার্গ তারেই ডাকে।
বাঁধাগুলো আসে জোরে সমুখ শুনি পুলক শোরে,
ঘর হারিয়ে চাইছি সমুখ হোকবা সমুখ অনিকেতে।।
যার বিবসন রূপের কাজে স্বচ্ছতা সে কেবল মাখে,
ঘোলাটে এক বায়ু দিলে হৃদয় হে তার তা যে চাখে।
পারিনা আর সইতে যেতা সমুখ আছে প্রাণের কথা,
দুয়ার খুলে লাগাম ছেড়ে দাও হে তারে স্বপ্ন পেতে।।
চায়না হে কেউ বন্দি দশার জীবন মেপে চলাচলে,
আমায় তুমি বন্দি করে চেনালে কি বিষ অনলে!
তা যদি হয় চিনেছি হে ফিরাও আমায় নিজের গৃহে,
সেথা জানি অপেক্ষাতে ঘর বাঁধে প্রাণ নয় বিলেতে।।