রফিক সালাম আর কতো নাম জব্বারে মন ভক্ত
দেখেনি যে আমি নিজের নয়ানে ফেব্রুয়ারির রক্ত।
ফাগুন এসেছে আজ দেখি চোখে
সুখের আবহে ভাসে লোকে শোকে
দাঁড়িয়ে রয়েছে শহীদ মিনার আজো দেখি সেই শক্ত।
প্রাণের মোচন উন্মোচনের লাগি সবাই আরক্ত।।

মায়ের বুকের আহাজারি আজ শুনিনা নিজের কানে,
যার সন্তান হয়েছে শহীদ তার প্রাণে দুখ হানে।।
কতটা বাসনা ছিলো সেই মা'র
ফিরে যাবে খোকা মা'র কোলে আর
জানি নেই সেই মা'র অপেক্ষা চলে গেছে আসমানে।
তবু আজ দেখি ইতিহাস কাঁদে সেই মা'র দুখে বানে।।

চোখের পলকে দেখিনি যে আমি জন্ম হয়নি মোর,
সেই কালে যদি জন্ম নিতাম পড়তাম ভাষা লোর।।
হয়তো হতাম শহীদ ওবার
কিংবা পেতাম বিজয়ের দ্বার
জয় পেয়ে গাজী হয়ে ফিরতাম মায়ের কোলের জোর।
ইতিহাস শুনে তাই বুঝে গেছি কথা বলে সুকঠোর।।

সময়ের ঘোরে দেখিনি সকল ইতিহাস থেকে জানা,
তাই আজ ফিরি প্রভাত ফেরির বুকে নেমে করি হানা।।
খালি পায়ে হাঁটি শহীদ মিনার,
হৃদয় আমার হলো ছারখার,
হয়েছে আসিয়া আজ কিছু হায় শহীদের প্রাণ জানা।
ফেব্রুয়ারির বুকে নেমে আসে ত্রিদিব করেছে হানা।।

ফুল দিয়ে আজ বরণ করেছি মৃত শহীদের প্রাণ,
জানিনা কোথায় কাঁদে সব লোকে কোথা কাঁদে আসমান।।
ফাগুন কালের মাঝের কান্না
যেন শিশিরের মতো সে পান্না
ক্রন্দন রোলে ভেসে যায় প্রাণ আজ করে সবে দান।
অথচ শহীদ গোরে হেসে চলে পেয়ে ত্রিদিবের তান।।

তবু মন পটে ভাসে আজ শুধু ফেব্রুয়ারির রক্ত,
শহীদের কথা ভেসে উঠে আজ হয়েছি তাদের ভক্ত।।
দেখিনি আমি শহীদের ত্যাগ
তবু দেখেছি আগস্ট আবেগ,
তাই আজ আর নেই আফসোস হয়েছি যে অনুরক্ত।
সেই ছবি দেখে এঁকেছি যে আমি ফেব্রুয়ারিকে শক্ত।।