ফেব্রুয়ারি তোমার রূপে শৈত্য শৈত্য খেলা,
কেমন করে ভাসাই আমি আত্মসুখের ভেলা।।
অতীত স্মৃতি ভাসেনা আর চোখের 'পরে ভাসে আঁধার,
বায়ান্নর ওই ভাষা শহীদ নাড়েনা নিজ বেলা।
তাই বুঝি হে ফেব্রুয়ারি চলছি আজ একেলা।।
জন্ম আমার হয়নি তখন মাঘের কোলে থেকে,
পহেলা সেই বোশেখ আসে রঙধনু রঙ এঁকে।।
কেমন করে আঁকবো সবি, কেমন করে বেদন ছবি
সাজাবো আজ মনের পটে দেখিনি যা মেখে।
শহীদ সকল শুনেছি আর রক্ত দিলো চেখে।।
আমার কাছে আছে শুধু সেই ইতিহাস খাতা,
জানিনা যে কেমন ছিলো তখন দ্রুমের পাতা।।
জানিনা আর ফাগুন এসে কোথা ছিলো কেবল ভেসে,
তখন কি আর কোন কবি আঁকেনি চাঁদ চাতা।
কেন তবে দেখিনা আর ভাষার সকল কাঁথা।।
তাই যেন মন বলছে আজি ফেব্রুয়ারি মাসে,
এসেছিল নতুন জোয়ার তখন সবুজ ঘাসে।।
লেগেছিল রুধির ছটা ঘটেছিল নানান ঘটা,
তাই যে আমার মনের পটে কল্প এসে ভাসে।
আমি শুধুই চলছি এঁকে কল্পনা আজ ত্রাসে।।
ভয় লাগে সব ইতিহাসের কথা পড়ে বেগে,
মানব এতো নিঠুর হলো চাইলো ভাষার ত্যাগে।।
মায়ের মুখের বুলিকে আর মুছে ফেলা যায় সে পাথার,
তাই বুঝি হায় যৌবন ছিলো দেশের বুকে লেগে।
কতো মায়ের বুকেরি ধন উঠেছিল জেগে।।
আজ কবি মন বলছে সকল অতীত স্মৃতি বাণী,
ফেব্রুয়ারি তুমি সবার নেইতো কোন গ্লানি।।
জাত বিজাতের কথা ভুলে তুমি কেবল হৃদয় ছুঁলে,
ইতিহাসের পাতায় তোমার নামটি আছে জানি।
ফেব্রুয়ারি তুমি মৃদুল আবার কঠিন মানি।।