একটা কবিতা লিখার জন্য চেয়েছি তোমায় আমি,
সরল অঙ্ক কষেছি কেবল তোমাকে পাইতে প্রাণে;
সকল শ্বাপদ মিশেছে যেথায় সেথায় গিয়েছি নামি
এসেছি সরণি তোমার স্পর্শ জোগাড় করিতে টানে।

কত কিছু কালে শিখেছি অধুনা কতনা মাত্রা খেলা
স্বরবৃত্ত কি মাত্রাবৃত্ত মগজে আসিছে বেগে;
অক্ষর আজ করিতেছে খেলা আমার প্রাণের বেলা
ছুটিতেছে সব নিয়মের ফের আসিছে কবিতা লেগে।

তুফানের বেগে লিখেছি কতনা কবিতা আমার মনে
সেই লেখাগুলি ভাসিছে খাতায় আনন্দ সহকারে;
রাখিনি কিছুই অন্তর কথা হৃদয়ে সঙ্গোপনে
মুক্তি দিয়েছি নিজের মনের কথা এলে মন ভারে।

তোমার পরশ আসেনি আদৌ তবু গেছি ভালোবেসে
কবিতার ছোঁয়া জেগেছে পরানে তোমার আনন ছুটে;
কল্পনার সে মুখোশ মেখেছি ক্রন্দন ঢেকে হেসে
ভিনদেশী নারী তোমার আনন আমার দু'চোখে লুটে।

একটি কবিতা মেদুর হইবে এই আশা নিয়ে লেখা,
আমার হৃদয় ছিঁড়ে আসে আজ কেবল দীর্ঘশ্বাস;
তোমাকে চেয়েছি জীবনের দ্বারে হয়েছে জীবন শেখা
তবুও দেখেছি করাল চাহনি মিটেনা আমার আশ।

হয়তো তোমার আলাপী মুখের নাদ করে রিনিঝিনি
রাঙা মুখে তুমি বলে চলো সুখে মিঠে আলাপের তান;
আমার কবিতা সরল করেছি তোমা' তরে বিদেশিনী
হারাতে চাইনা হৃদয়ের কথা করেছি আজিকে গান।