মুগ্ধ বিবশ ভোরের পাখি চাইছে কেবল স্বাধীনতা,
আকাশটা আজ এত যে লাল বলছে শুধু ওদের কথা।
দেখছি তবু আসন নিয়ে বসে আছে বিরোধী সব,
অত্যাচারীর বুকের মাঝে বাজছে কেবল মোহেরি রব।
ছাড়বেনা যে দেখছি আমি পরের গদি নিজের করে,
ভাবছে তারে চিরস্থায়ী তাসের আলয় গড়ছে ঘরে।
করবে তারা দমন আজি হোক সে বুলেট গুলি দ্বারা,
বেদন তাদের সে ক্ষমতা রাখতে ধরে পাগলপারা।
অথচ আজ আকাশ তবু আশানিয়া গান শোনালো,
দেখছি আমি ভোরের কোলে জ্বলে উঠে রাঙা আলো।
পারবেনা আর ভাঙতে শপথ এই মায়াজাল ছিন্ন করে,
স্বৈরাচারীর রক্ত এবার ভাঙবে যে সব দামাল স্বরে।
চাইছেনা কেউ অমন নেতা যাহারি নাই বোধের আগুন,
আজকে জানি বাদল দিনে নেমেছে যে রুধির ফাগুন।
চাইছে সবাই নিশীথ কালে নামুক প্রভাত রঙ ভাঙিয়ে,
পারবেনা আর অত্যাচারী করতে কতল চোখ রাঙিয়ে।
ভোরের পাখির গলাতে আজ একটা সুরই বাজে বেগে,
স্বাধীনতা স্বাধীনতা শোষক চলুক আসন ত্যাগে।
একদফা তাই বাস্তবায়ন করবে তারা জীবন দিয়ে,
শোকেরই মাস জুলাই গেলো আগস্ট এলো রক্ত নিয়ে।
রক্তকামী পাষাণ ওরা চিনতে নারি দেশের লোকে,
মাতোয়ারা হয়ে ওরাই সুখের সুরে মাখে শোকে।
তাই দামালে জাগলো এবার নতুন ভোরে রিক্ত প্রাণে,
ভোরের পাখির গান শুনেছে দামাল সবে স্বীয় জানে।