এবার জাগো নিজের থেকে যেমন প্রাতে জাগে পাখি,
জাগাও এবার সকল লোকে মেলুক ওরা নিজের আঁখি।
বুঝুক আজি সবার ভালো মন্দকে নয় পায়তারা আর,
জাগুক যতই বন্যা এবার ভাঙবে সবে ক্ষিতির আধার।
তমসা যার বড়ই নিগূঢ় ভাঙতে হবে আজকে সবার,
কেবল বন্যা এসেছে আজ আসবে জানি আর ক'বার।
সময় হলো জাগরণের নয় শুধু তাই নিজের লাগি,
পাখির মতো ফুলের মতো আপন থেকে উঠো জাগি।
দেশের ভালে ভালো তালে বাজুক গীতি এবার মনে,
লুকাও ক্ষিতি দেশের ভালে আপন মনে সঙ্গোপনে।
এবার জাগো দেশের জন্য যেমন করে সাগর জাগে,
এবার লোকের জাগানিয়া গান চলে যাক আপন বাগে।
ফুলের বাগে জাগায় কি আর ভ্রমর এসে ফুলের তরে,
আপন হতে জাগে যে ফুল গন্ধ বিলায় বাগান ভরে।
তেমনি সবে জাগো এবার তোমার কিবা তোমাদেরে,
এবার সবাই জাগো সঠিক মনের সকল জরা ছেড়ে।
এবার জাগো তোমরা সবে যেমন জাগে প্রাতে আকাশ,
যেমন করে জাগছে ঝড়ে করাল রূপের তীব্র বাতাস।
জাগো সবাই দেশের ভূমে দেশের টানে জাগো জাগো,
এবার জাগো নির্ভয়ে হায় এক বিধাতার কৃপা মাগো।
তোমারি চোখ তোমাদের চোখ মেলে দেখ বাংলা আজি,
ধরেছে আজ প্রবল বানে ডোবার তলে প্রাণটা বাজি।
চোখের শার্শি মেলে এবার সবাই জাগো আপন সুরে,
এবার জাগো মধুর তানে কিংবা জাগো তান বিধুরে।
লড়াই এবার নিজের সাথে জাগতে যদি লাগে ব্যথা,
পালাও এবার নিজ হতে যে দেশের হতে নিজের কথা।
তাই না হলে জেগে এবার ছাড়াও নিজের অনুভূতি,
যেমন করে বাদল দিনে জাগছে আবার সুঘ্রাণ যূথী।
পাখোয়াজ কি মাদল জাগে ধ্বংস মাখে বর্ষা কালে,
তোমরা জাগো আজি শেষে নাশ করিতে মানব ভালে।
জাগাও কৃষাণ, জাগাও বিষাণ জাগাও নিজে রক্ত আগুন,
এবার জাগো তোমরা সবে দিতে পৃথ্বীর মেদুর ফাগুন।
ঘুমিয়ে যারা করলো ক্ষিতি তোমার দেশের চিত্রপটে,
এবার জাগো স্বার্থ ভুলে করতে বিনাশ তাদের তটে।
দেখো চেয়ে দেশের মানুষ কষ্টে আছে চণ্ড তাড়ায়,
এবার জাগো তোমরা সবে মানুষ হতে পায়ে খাঁড়ায়।
বাতুলতা মেখে গেছে দেশের হালের ছবি খানা,
এবার জাগো তোমরা সবে পেতে নিজের আপন পানা।
তাই কবি মন বলছে কথা এবার তোমরা জেগে চলো,
নামুক যতই বাদল এবার চোখ করোনা ছলোছলো।
এবার জাগো যুদ্ধে তা নয় আবার তারে সমর বলে,
সে সমরের বুকে এবার জাগাও আপন পরান জ্বলে।
তবেই দেশের বুকে রবে একরাশ প্রেম স্বর্গীয় ভাব,
দেশের আদল বদলে দিতে এবার সবে মিটাও অভাব।