যোজন যোজন দূরে ইথারের তারে তারে সংবেদনী কথা মেখে দিলো যে রে
জীবনের অভিপ্রায়ে ছুটেছি জগত ছায়ে অহমিকা মুছে;
কিসের এতো যে তাড়া গেছি আমি হেরে
চেয়েছি যাপিত কালে যে নারীর ভালোবাসা সে না আর পুছে।
নজরে নজরে রেখে উঠতে চেয়েছি চেখে আমাদের প্রেমে;
তখনি ভেঙেছে সবি আঁকি ক্যানভাসে ছবি দোঁহের সে হেমে।।
দূরত্ব দোঁহের জানি বেড়েছে কেবল মাঝে হলোনা গভীর
যে পথ অতীতে ফেলে এসেছি আবার;
সেখান থেকেই ফিরে দেখেছি চোখের তরে তার চোখে নীর
বাকিটা সঞ্চয় আজ মেখেছে যে কারুকাজ বুনেছি আঁধার।
কোথায় প্রেমের সাড়া রয়েছি আজকে খাঁড়া সেই পথে নেমে;
অপেক্ষা বাজিছে তানে আসেনি সে আর বানে আমাদের প্রেমে।।
আজ দুঃখ সন্ধিক্ষণে নিজের এ মহারণে নাচি
দুপুরের কড়া রোদে মুঠোফোন কাঁপে বোধে ফিরে আসি পথে;
ফোনের কথনে আজ তাহার কথাটি শুনে আমি উঠে বাঁচি
ছুটেছি আজকে আমি ভালোবাসা স্রোতে।
দূরত্ব ঘুচেছে আজ প্রাণের স্পন্দনে সাজ দোঁহের এ ক্ষেমে;
তখনি ভেঙেছে ঘুম জেগে উঠে দেখি আমি আছি পথ জ্যামে।।