আগরবাতির দোলা লোবানের কড়া ঘ্রাণ দিয়েছিলে মেখে
বৈতরণী বুকে আছে লেগে আজো সেই দাগ আমার রুধির;
এখনো রয়েছি আমি কবরে শায়িত হয়ে অন্ধ দেখি চেখে
যখন ছিলাম সেই পৃথিবীর বুকে ছেয়ে ছিলাম না বীর।
পরেছিল পুষ্প গোরে মেখেছিল চোখ লোরে প্রাণের তাগিদ
তোমার কান্নার রোলে মৃত্যুর মজ্জিত আত্মা খুঁজেছে জীবন;
একবার সেথা গেলে ফিরেনা কেউতো আর নেই তার ঈদ
চেয়েছি তোমার দোয়া কবরের কোলে রয়ে হইতে শোভন।।

পাইনি যে ভালোবাসা এই পৃথিবীর বুকে তোমার পরশ
অথচ পেয়েছি আজ তোমার কামনা শুভ তাই নামে ঈদ;
প্রজ্বলিত নেই কিছু আছে শুধু অন্ধকার জেগেছে হরষ
কামনারা উবে গেছে ভালোবাসা রয়ে যায় আসে শুধু নিঁদ।
বিধাতার কাছে তুমি চেয়ে যাও শুধু ক্ষেম সেই কালে পাই,
হুরের লোভন গ্রাসে ভুলিনি তোমায় আমি শুধু প্রেম চাই।।