বিক্ষুব্ধ সলিলরাশি আমাকে বলেছে আসি জাগাও পরান ভারে
আকাশের মেঘমালা ঢেকেছে সূর্যের আলা ঘুমিয়েছি তাই আমি;
দু'মুখো ভারের স্রোতে আমি নাজেহাল ক্ষতে বসে আছি অন্ধকারে
তখনি একটি পাখি বলেছে আমায় ডাকি ছুটে চলো পথে নামি।
সাগর, আকাশ আজ ধরেছে নানান সাজ দুই মুখী নীতি মেখে
তাদের কথা না শুনি বয়ে চলে কাছে ধুনী তারে ধরি আজ চোখে;
একদিকে চলে ছুটে স্রোতস্বিনী ছোটে লুটে উঠেছি পরানে চেখে
তখন দেখেছি আমি জাগরিত প্রাণ নামি ফুটে উঠেছে আলোকে।।
সাগরের কথাগুলো শুনেছে মেঘের দলে আমাকে এগিয়ে নিতে
অথচ মানুষ আজো করে বিপথে বিরাজো বাধা দিয়ে চলে রোজ;
কিছুটা যে অনুমিত, কিছুটা রয়েছে হিত কিছু লোকে করে মিতে
তবুও দেখেছি আমি আমার নয়ানে যামী করে চলি আলো খোঁজ।
দুই মুখী প্রকৃতির আলোকের; আঁধারের মাখামাখি দেখে চলি;
ভালো বা খারাপ এসে ছুটে চলে ভালোবেসে মন আমার উছলি।।