আকাশের খদে আজ ভাঙলো নূপুর তার নৃত্য ধ্বনি বেজে উঠে বেগে
ফুটিয়েছে গৌরবের বর্ষার পতন আজ পাখোয়াজ মাদলের তানে;
ফোটা ফোটা বৃষ্টি যেন করেছে মাতাল মন কুসুম মঞ্জরী উঠে জেগে
কোরকের গায়ে সেই বৃষ্টির পতন আজ প্রকৃতি তুলেছে নিজ গানে।
রভসে রভসে আজ বিভোল হয়েছে মন শ্রাবণের বারিধারা দেখে
কোমল কমল ফোটে দীঘির সলিলে দেখি টপ টপ করে ঝরে পানি;
শাপলার মূল দেখি দীঘির জলের তলে তলানীর মাটি উঠে চেখে
মাঝিরা সকল তার পরিবার সাথে নিয়ে শাপলা তুলেছে জানি জানি।
থামছেনা বৃষ্টি আজ চলছে যে অবিরত ভিজিতে চাইছে নিজ মন
অথচ জ্বরের ঘাতে আমি আজ নাজেহাল দেখি শুধু দেহলিতে বসে;
সারসের মুখে দেখি জীবন্ত মীনেরা খেলে করে চলে তারা আয়োজন
আমার চোখের দেখা সকল প্রকৃতি আজ আমার হৃদয়ে এসে পশে।
কিছুদূরে দেখি আমি কৃষাণের মুখে হাসি সলিলের প্রাচুর্যতা মেখে
নতুন বীজের গান বোঝেনা যে তারা ছাড়া পানি ছাড়া হয়না যে খাঁড়া;
আমার দু'চোখ চলে হটাৎ আকাশ পানে কৃষাণের হাসি আজ রেখে
দেখেছি অশনি আজ আবার ফিরেছে নভে করেছে সকল প্রাণ তাড়া।
আবার ফিরেছে চোখ পৃথিবীর বুক তরে দেখি ললনা সকল ভিজে
তাদের শাড়ির কোলে বেয়ে বেয়ে পড়ে জল কাঁখে দেখি কলস বইছে;
নীপের বনের সেই মদির সুবাস আজ প্রবল বেগেতে আসে নিজে
তার সাথে রমণীর চলাচল দেখে আজ কতো কথা হৃদয়ে কইছে।
আজকের আবহাওয়া আমারে করেছে মত্ত শরীরের শক্তি নাই বলে
পারিনা বাহিরে যেতে হৃদয় উঠেছে তেঁতে দেখে চলি সব আয়োজন;
তখন আবার শুনি বর্ষার প্রেমের ধুনী কলোকলো স্বরে গান দ'লে
সনাতন লাগে সব যেন মেখে আছে আজ অতীতের সেই আবরণ।
আবার দেখেছি আমি অপর পারের ছবি ভাঙে পার আপানর সুখে
অনিকেত লোকালয়ে হারালো আলয় ক্ষয়ে হয়ে গেছে আজ ভূমিহীন;
প্রকৃতির রূপ দেখে মনে হলো আজিকার সবে যেন মেতেছে কৌতুকে
তখন আবার হাসে এই পারে সব কিছু চলে পারে আনন্দের ঋণ।
বাদলের দ্বৈত রূপে চঞ্চল বাতাসে আজ কবি মন হলো যে উদাসী
লিখে ফেলি প্রকৃতির এহেন রূপের শাঁখা আজকের বাদলের ভালে;
তখন দেখেছি আমি প্রদোষের কাল এসে শ্যামলে মরণ উঠে হাসি
কোন ঘরে জানিনাকো শুনেছি কেবল কানে স্বজন হারানো কান্না তালে।
হৃদয় ফিরাই পুনঃ নিজেকে বলি যে শোনো প্রকৃতির আছে দ্বৈত রূপ
একদিকে হাহাকার অন্য দিকে সুখ আর খেলা করে পৃথিবীর বুকে;
বর্ষার এহেন কালে প্রকাশিত হলো সবি দেখে চলি আজকে নিশ্চুপ
বেদনের মাঝে বলি মঙ্গল চেয়েছি আমি বর্ষার বেদনা যাক চুকে।
আমার বিধাতা দানে আছে শুধু ক্ষেম জানি সময়ের পরিক্রমা গেলে
পাওয়া যাবে সব ফল অথির সলিল দেখে ভাবা যাবেনা যে কোনকিছু;
বর্ষার ভেতর জানি ফুলের পাপড়ি ভাঙে ময়ূর পেখম পুনঃ মেলে
তাই রয়ে যেতে হবে নিজের ক্ষেমের লাগি শুধু এক বিধাতার পিছু।