কোন কূলে আজ টানিবো দাঁড়
                কার কূলেতে অকূলপাথার;
কার কূলেতে গেলে পাবো
        আমি যে তাঁর গানটি গাবো;
সুখের আধার বেশে
                        এসেছি আজ আমি নিরুদ্দেশে।

আমার তরীর পালে কাদা
        মেখেছে আজ রঙিন ধাঁদা;
চলছে তরী আপন বেগে
                ভাবছি আমি পাবো তাঁরে আমার দিবস রাত্রি জেগে।
হুঁশ যেন নাই আমার এখন
                        ছুটে চলি আবার এমন;
চলতে হবে ভেবে
                করিনি আর হিসাব আমি ছিলাম বেহিসেবে;
তুফান ছিলনা আর
        উনিদ্র ঢেউ করে চলে আমার তরীকে ভার
ছিলনা যে কম্পাস আজি
                আকাশ তারা দেখে আমি ধরেছি আজ বাজি।

যেতে হবে তাঁহার কূলে
        পথ গেছি আজ আমি ভুলে;
চলছি পথে অমন করে
                আমার চলার সময় ধরে।
পাইনা কূলের দেখা
        চলছি আমি একা।
স্রোতের অনুকূলে ভাসি
                হলে হবে সর্বনাশী;
দিবস এলো ঘনে
        তারা দেখে চলবো পথে কেমন করে সনে।
তাই ছেড়েছি হাল
                        যা হবে তা ভাবিনা আর আমার মন্দ কাল;
ছুটছে তরী আপন বেগে
        আসছে যে ঢেউ আজি লেগে।

তাঁর কূলেতে না গেলে আর
        পরাজয়ের স্বাদ দিবে ভার;
যাবো নরক পানে
                পাইনি আমি কোন বাণী কিবা দিক আসমানে।
এমন করে হটাৎ জাগে
        মনের মাঝে কে যে মাগে
চলরে মেঘের সনে
                        আমি ভেবে ছুটে চলি আমার আপন মনে।

মেঘের সনে আমার চলা
                আছে যেটুক হয়না বলা;
দ্বিধা আসে মনে
       পাবো কি পথ আমার পথের সনে।
চলছে ছুটে আমার তরী
                সাঁঝ ঘনালো বিভাবরী
আসে নিজের স্রোতে
        পেয়েছি পথ আজকে আমি বিপুল তারার রথে।
অবশেষে মিললো সে পার
                        কেটে গেল সব আঁধিয়ার;
এই কি তবে স্বর্গপূরী
        যেখানে সুখ আছে জানি চণ্ড ভূরি ভূরি।

কাছে দেখি আমি আমার স্বীয় প্রাণের নাশে
                        পেয়েছি আজ স্বর্গ দেখা আমি নিজের আশে।
দিক পেয়েছি ঠিক
        জ্বলছে দেখি ঋক্ষ।
নির্ণয় আমার হয়নি যে ভুল তাঁহার ইচ্ছা বলে
                                সকল বাধা পেরিয়ে আমি এলাম স্বর্গ তলে।