ক্রমান্বয়ে কমে তারা বাড়েনা যে দিশেহারা আকাশ কি রয় একি
সেই ভাবনায় মত্ত খুঁজিনা আবার তত্ত্ব চারিদিকে তাঁর খেলা;
বালুচরে বালিয়াড়ি গড়েছি আমার বাড়ি কেবল সাগর দেখি
নির্মোকে উত্তাপ লাগে বুঝি আমি সুখে ভাগে উদাস দুপুর বেলা।
চাইছি কেবল ছায়া খুঁজছে আমার কায়া সন্দিগ্ধ হয়েছে প্রাণ
উদ্দীপনার এ স্রোতে হেঁটে গেছি আমি পথে দেখি চলি সব কিছু;
হাঁটার তাড়না বাড়ে যৌবন কল্মষ কাড়ে পথের ফটিক দান
তাই আছি তাই লেগে ক্রমাগত পিছে জেগে খুঁজিনা যে উঁচুনিচু।।
আকাশের তারা ন্যায় করেছি আমার ব্যয় জীবনের সব শিক্ষা
মেলাতে পারিনি আর এ আমার অলংকার কোথা হতে আসে বেগে;
পেয়েছি পাঠের ক্রমে জীবনের প্রতি দমে সঠিক প্রাণের দীক্ষা
নিত্য তাই আমি জাগি কইতে বচন ভাগি সকল দিবস ত্যাগে।
আজকের পৃথিবীর ক্ষয়িষ্ণু হয়েছে ধীর আকাশের তীরে ত্বরা
তাই বুঝি শুধু কমে আকাশের বুকে জমে অমার গহ্বর ভরে;
ধ্বংসের নিশান উড়ে যাবে সবি ভেঙ্গেচুরে নামবে জগতে খরা
রইবেনা আমি জানি সমাপ্তির কোন বাণী তবু সবি নেশে ঝরে।।
আজকের ফুলগুলো তারকার দিকে ধুলো মেখে বসে আছে সুখে
কিসের অহমিকায় রূপের বানের সায় পেয়েছে পৃথ্বীর ফুলে;
মানুষের মতো সবে মাতে কি বা কলরবে নিজেদের সব ভুখে
হলনা যে জানা তাই আমি যে জানতে চাই হৃদয় উঠেছে দুলে।
অগণিত মানুষের কথা বলা তারা ঢের পেয়েছে মানুষে সবি
তবু কমে চলে তারা করেছে আজকে সারা কৃষ্ণগহ্বরের বুকে;
শুষে নিল সব ভালো শুষে নিল সব আলো আঁকে বিনাশের ছবি
তাই আজ কবি মন করে চলে আয়োজন মৃত্যু আসুক কিংশুকে।।