দিবস আমার শেষ হয়েছে কূলায় ফিরে পাখি
এইতো আমার চাওয়া।
রঙিন আলোর ভাতি ডুবে জুড়ায় দেখে আঁখি
বইছে সাঁঝের হাওয়া।।
নিতি আমার পাখির মতন,
ফিরতে হলো ঘরে আপন,
নিজের ভরে দাঁড়িয়ে আছি তোমায় শুধু মাখি
তোমার গীতি গাওয়া।।
ডুবিয়ে দিলে আঁধার মাঝে ডুবেই আমি চলি
আজকে শ্যামল সাঁঝে।
তিমির হনন করবো না আর মন যতো উছলি
আমার নিজের কাজে।।
অবসরের ওজন বয়ে,
চলছি ঘরের পানে রয়ে,
ফিরে আসি নিজের ঘরে আমার দু'পা রাখি
করছে আঁধার ধাওয়া।।
ক্লান্ত দেহের শ্রান্ত পরান ঘুমের মাঝে যাবো
ঘুম ডেকেছে জোরে।
পাখির মতন দিবস কাটে কোথা শান্তি পাবো
আছি আজ কঠোরে।।
যারে দিলে সকল কিছু,
সে ছুটেনা তোমার পিছু,
ছুটে শুধু নিজের তাগিদ নিজের কাজে ডাকি
নিজের তরী বাওয়া।।
আবার যারা ছুটছে দেখি তোমার দিকে বেগে
তিমির আঁধার মেখে।
দাওনি তাদের দ্যুতি ছোঁয়া যাবে আঁধার ত্যাগে
আলোর রূপে দেখে।।
আমার বেলায় দিবে বলে,
চলছি আমি আঁধার দ'লে,
অবশেষে এলো আলোক সকল আঁধার ঢাকি
ভোরের দ্যুতি পাওয়া।।