উনিদ্র ঢেউ আছড়ে পড়ে
চারিদিকে সাগর তার,
কেমন করে তোমায় ভুলি
দেখে আমি জলের ধাঁর।।
হৃদয় আমার দেখে দিশি,
সাগর সনে গেছে মিশি,
আলিঙ্গনে দিবানিশি
তোমাকে পাই হে আমার।।

কপোলে টোল পড়লে জানি
লাগে যেমন মনোহর,
তুমি আমার সাগরে টোল
সাগর মেলে রূপে ভর।
ঝড়কে সয়ে নিজের প্রাণে,
গান গেয়ে যাই মধুর তানে,
চেয়ে থাকি ওই আসমানে
ফেলে ফেলে অশ্রুধার।।

ঢেউয়ের নাচন দেখে আমি
ভাবি মানুষ অসহায়,
চলছে আরো তারই সনে
ভয়াল ক্ষুব্ধ করাল বায়।
পাবো কিনা জানিনা হে,
আমার হৃদয় তবু গাহে,
পথ খুঁজেছে পথের রাহে
তুমি দেখাও পথ আধার।।

অমন করে চলার সুখে
ভুলে ছিলাম মৃত্যু হায়,
যাপিত কাল এখন আমার
কাটে দিতে মরণ সায়।
ঝড়ের আঘাত মুছে গেলে,
আসবে জানি রবি মেলে,
তখন দেখি আকাশ ফেলে
স্বীয় প্রতাপ অহংকার।।

হটাৎ ঝড়ের আভাস শেষে
দেখি আমি পারের মুখ,
তখন লাগে বড়ই পুলক
মন হয়েছে আর উৎসুক।
তোমায় বয়ে চলার মাঝে,
মগ্ন ছিলাম আমি কাজে,
এসেছি পার নিগূঢ় সাঁঝে
দিলে দেখা তোমার পার।।