কোনটা তোমার তরী ওহে জন্ম মৃত্যু বাঁধন তরী,
তুমি আলো নাকি আবার তুমি সকল বিভাবরী।।
জন্ম মেনে আলো দেখি মৃত্যু আসে আঁধার সেকি,
তোমার কাছে আছে সকল দিলে তুমি সবি ভরি।।
তোমার তরী আকাশ আঁকে চলছে বুঝি বিশ্ব লয়ে,
আমার মত ক্ষুদ্র আকার সকল আঘাত চলে সয়ে।
দিলে যাদের তরী বাওয়া তাদের হতে আঘাত পাওয়া,
আমার সকল আনন্দ হায় নিল তারা শুধু হরি।।
আমার ছোট তরী ভিড়ে তোমার তরী দেখার আশে,
সেথায় সকল তরীগুলো আমার তরীর মত ভাসে।
কোথা তোমার তরী বলো দু'চোখ আমার জ্বলোজ্বলো,
হোক সীমানা বিশাল আঁকা লব তারে আপন করি।।
বুঝেছি আজ তোমার তরী খেলে দ্যুতি আঁধার দ্বারা,
তাই দেখেছি সকল কিছু এই দু'য়েতে হলো সারা।
মৃত্যু আমার ইতি হলে জীবন আমার কাজে জ্বলে,
তোমায় ডেকে পাব রেহাই এই আশাটি মনে ধরি।।