মা জননী তোমার কোলের  ধূলি আমার ভূষণ,
গায়ে মেখে বাঁচতে চেয়ে খুঁজি আমার স্বজন।।
কোথাও তোমার ছায়ার খেলা    কোথা দেখি আলোর ভেলা,
প্রকৃতির এক নিসর্গ আর  মেখে দিলো বসন।।

নদীর পথে পলি মাটির      চলছে স্রোতের চলা,
ধান ক্ষেতে ঐ বাতাস মেখে নিজের কথা বলা।
সকাল থেকে পাখির ডাকে    আমার হৃদয় পুলক আঁকে,
শুনছি আমি প্রতি প্রাতে  নানা পাখির কূজন।।

ধূলির গায়ে ধূলি জমে         চলতে থাকি আমি,
দিবস শেষে সাফ করি সব    যখন আসে যামী।
ঘ্রাণ তবু হায় লেগে থাকে    আমায় তোমার কোলে ঢাকে,
নিদ্রা আমার কেটে গেলে রূপ দেখেছি রজন।।

আকাশে তার অরুণ আভা   দেখালো যে ভাতি,
প্রাতের আগম হলো বলে     ছুটে কাজে মাতি।
ভুলিনা আর আলো ছায়া         লেগে আছে আমার কায়া,
যেই ধূলিকে মেখেছিলাম তাই মাখালো মনন।।

আবার ভাবি তোমার কোলে তোমার ধূলি মেখে,
জন্ম আমার হয়েছিল          দেশের ধূলি চেখে।
মরণ যখন আসবে মাতা       পাবোনা আর তোমার চাতা,
পাবো কেবল তোমার ধূলি করবো মাটি খনন।।