ছুটে চলি রঙের হাটে তোমায় কিনবো ব'লে,
যায় পাওয়া যায় সেথা নাকি সবি কিনার ছলে।।
গিয়ে দেখি সকল আছে এই ভুবনের সকল বাছে,
কিনছে মানুষ যাপিত কাল সকল কড়ির বলে।।
কেউবা কিনে মানুষ আবার কেউবা কিনে ধনে,
গাড়ি, বাড়ি সকল আছে কিনছে লোকে ক্ষণে।
কোথা তুমি দেখিনা হায় কিনতে তোমায় হৃদয় যে চায়,
কিনে নিলে আমার হবে কেবল মনের তলে।।
রঙের হাটে কতো মানুষ কতো কিছু কিনে,
কেউবা কিনে নারী হৃদয় কেউবা কিনে জিনে।
আমার বেলায় পারিনা আর দেখি চোখে অকুলপাথার,
অর্থ কড়ি তেমন যে নাই কিনবো সকল দ'লে।।
এসেছি যে কিনতে তোমায় এইতো আমার সাধ,
মানুষ আমায় দিছে কেবল মিছের অপবাদ।
টাকা দিয়ে যায়না কেনা করতে হবে তোমায় জেনা,
ভজনালয় ছুটছি আমি আমার পায়া চলে।।
ভজন শেষে ঘরে আসি বিষাদ মাখে হৃদয়,
হলোনা হায় কেনা তোমায় বোধ হলো যে উদয়।
একলা ঘরে শুয়ে আছি আঁধার মাঝে তোমায় বাছি,
হটাৎ কেযে ডাকে আমায় আমার হৃদয় গ'লে।।
বুঝতে পারি হলো কিনা তোমায় মনের দ্বারা,
মনের চেয়ে দামি কিছু আছে কি আর সারা।
যে পেয়েছে তোমায় মনে তার কি লাগে হাটে ঘনে,
রঙের হাটে সকল পেয়ে ভাবছে সফল ফলে।।