তোমায় আমি আপন করি আপন মাঝে আপনি থেকে,
জেগে থাকি আপন মাঝে সাগর যেমন চলছে ডেকে।।
ঘুমে কি বা জাগরণে অবচেতন মনে মনে,
নিজেকে যে চিনেছি আজ আপন মাঝে তোমায় এঁকে।।
মন সচেতন রইলে পরে তোমায় ডাকি মধুর সুরে,
অচেতনের খেয়াল আসে তখন রাখি মনেই পূরে।
কাজে কিবা অকাজ মাঝে তুমি শুধুই মন বিরাজে,
ভাবনা আমার দোলা দিয়ে ডাকি তোমায় ছেঁকে ছেঁকে।।
মাঝে মাঝে তোমায় ডাকা আসে আমার লাজে পড়ে,
যখন দেখি সহজ কাজে কঠিন করে চলছি লড়ে।
ডাকি তোমায় চুপটি মনে থাকি আমি নিরজনে,
ব্যাকুল স্বরে আমার ডাকা আসে তখন তোমায় ঢেকে।।
আবার যখন ভয় আসে মন মাঝে আমার বিপুল বেজে,
রণের বুকে যেতে আমার সাহস লাগে ভীষণ তেজে।
ডেকে তোমায় বাহিরে যাই আমি শুধু তোমারে চাই,
ডাকি তখন সকল মাঝে তোমায় প্রাণের সাহস ঝেঁকে।।
যেমন করে গান গেয়ে যায় সকাল পাখি মধুর স্বরে,
তেমন করে ডাকি তোমায় প্রাতের বুকে রবির করে।
চলার পথে ডাকি তোমায় পেতে মনে তোমারি সায়,
কণ্ঠ জোরে ডাকি তোমায় প্রাণের তাগিদ উঠে পেকে।।
তোমায় ডেকে বিশুদ্ধতার মাপ করেছি আমি আজি,
তোমার স্মরে আপন আপন গন্ধ পেয়ে আমি বাজি।
আমার গানে তোমারি নাম পূরাল যে মনেরই কাম,
বিশুদ্ধ আজ হলাম তেমন যেমন করেই রুটি সেঁকে।।