চৌচির পৃথ্বীর বুকে আমি রয়েছি উন্মুখে সাধনা আমার সব বৃথা
উদ্দীপনা স্রোত এসে করে নাজেহাল সদা উৎক্ষিপ্ত মনের বাসনা;
পারিনা যে ভুলে যেতে পৃথিবীর হাল দেখে প্রত্যক্ষ করেছি সবি তিতা
দারিদ্রতা মাখে চোখ দেখে চলে বড়লোক ভেজায় তৃপ্তিতে যে রসনা।
প্রতিবাদী হবো আমি কালকূট দেখে ভীতি সঞ্চারিত হলো নিজ প্রাণে
মানুষ আমার প্রাণ তবু খোঁজে স্বাধীনতা জীবনের বাঁকে বাঁকে চলে;
পারছিনা একা পথে চলার ক্ষমতা বয়ে দেখিতে যে হায়ানার দানে
কৃষ্ণ তমিস্রার বুকে রুধির রঞ্জিত করে শকুনেরা ঘাতে সব দ'লে।
পৃথিবীর ভয়াবহ রূপের আবেশ দেখে যারা করে প্রতিবাদ আজি
নিরঙ্কুশ আছে তারা তবু দেখি অসহায় প্রাণের আকুতি মাখা রূপে;
ধরেছে পাষাণ সাথে জীবনের লিপি লিখে নিজের প্রাণের খিন্ন বাজি
আর যারা প্রতাপের সুরে করে নিজ গান আছে দেখি তাহারা নিশ্চুপে।
চাইনা শকুন থাবা আমিও যে অসহায় প্রাণের আকুতি মাখা গীতি;
আসবেনা জানি আমি পৃথিবীর বিনিশ্চয়ে সাম্যের রাগিণী মাখা প্রীতি।