সন্ধ্যার আকাশে ঋক্ষে গিয়েছে কিরূপ শিখে তাহাদের চলাচল জ্বলা
মানুষে শিখেছে জানি নিজেদের চলা টানি পথে কি সাম্রাজ্য টিকে থাকে;
এমনি চলার মাঝে একটি কথাই বাজে কারিগর চলার উতলা
নাকি সবি মতিভ্রম করে চলে লোকে নম বিধাতাকে নিজ মনে আঁকে।
আসলে কি তাই হয়ে পৃথিবীর লোকে ক্ষয়ে চলেছে পথের 'পরে আজ
বিদগ্ধ মানুষে জানে পুড়িতে জগতে বানে পোড়ার বাসনা মেখে চলে;
অথচ বিধাতা সেই পোড়ার বেলাতে নেই মাখে আগুনের কারুকাজ
মানুষই দেখেছি আমি পোড়ায় মানুষে নামি মানুষের অন্তরকে দ'লে।।

বিধাতা আছেন সত্য তবু মানুষেরা মত্ত জগতের ভ্রম ইন্দ্রজালে
পোড়াতে পারেনি তাঁরে হোক দ্যুতি অন্ধকারে পুড়েছে মানুষে নিজে দেখি;
তাই বলি ফিরে আসো বিধাতাকে ভালোবাসো শুধু মানুষের নিজ ভালে
তা না হলে সঞ্চয়ের রইবেনা পুণ্য ঢের লাগিবে পৃথ্বীর সবি মেকি।
চলাচলে দম থাকে ছাপ মোছে নব আঁকে আগের পায়ের ছাপ লীনে,
সেখানে প্রথম ছাপে এসেছিল লোকে মাপে নব নব ছাপ চলে জিনে।।