ছন্দহীনা গানের দ্বারা তোমায় খুঁজে পাবো আশা,
কেমন আশা বুনি আমি কেমন আমার ভালোবাসা।।
শিখে নিলে ছন্দটা হায় রবে কি আর কোন উপায়,
তখন তোমায় পেয়ে গেলে বলবো সুখে মনের ভাষা।।
অথচ এই অলস বেলা কাটছে আমার নিজের স্বরে,
গান আসেনা চুপিসারে বসে আছি অলস করে।
ছন্দ আমার আপন হবে রইবেনা হায় চেষ্টা তবে,
এমন আশা পৃথ্বীর বুকে করেছে কে ভাবছি ঠাসা।।
মাঝে মাঝে গান এসেছে মনের কোলে চণ্ড জোরে,
তখন আমি লিখি বেগে ছন্দ আমার আছে ঘোরে।
উলটপালট করি সকল পোহাই আমি স্বীয় ধকল,
গান বাজেনা তোমার নামে হয়না জানি খুবি খাসা।।
শিখবো বলে ছন্দটা আজ বই খুলেছি তোমার নামে,
কোথা দেখি ছেদ পড়েছে কিতাবে নাই ছন্দ দামে।
বুঝিনা আর বইয়ের কথা ঘোর কাটেনা নীরবতা,
চলছি বুনে ছন্দহীনা গান আমি আজ সর্বনাশা।।
উপল খুঁজি মরা গাঙ্গে যেমন আমার চাওয়া সবি,
এঁকে চলি স্রোত না পেয়ে হবো কিরূপ আমি কবি।
সবাই কি হে পারে হতে এই জগতের কাব্য স্রোতে,
আমি না হয় নাই বা কবি হলাম ভবে লিখছি ভাসা।।
হয়তো সুদূর পথের পারে হয়ে যাবো কবি আমি,
ভাবীর কথা কেউ জানেনা দিবস পরে আসে যামী।
না হয় হলাম রাতের কবি এঁকে গেলাম ব্যথার ছবি,
তোমার কাছে লজ্জা কিবা মনেতে যে নাই নিরাশা।।