ব্যাপিয়া ব্যাপিয়া দেখি নক্ষত্রের সীমারেখা; ব্যাপিয়া  ব্যাপিয়া দেখি পৃথ্বী,
পিছনে যা ফেলে আসি ফিরিয়া তা নাই দেখি দেখেছি আগত ভাবী নিতি।

কাপলেট