চাঁদের মায়ায় পড়ে উঠেছে পরান লড়ে -- পেছনে রয়েছে সূর্য
পুরুষের দেহ ঘ্রাণে ---- নারীর হৃদয় টানে স্বেদের চিহ্নটি পুছে;
যুদ্ধের কৌশলে দেখি পুরুষের প্রাণ একি -- বাজায় শুধুই তূর্য
পারে কি শশাঙ্ক আর তিমিরের আঁধিয়ার সূর্য ছাড়া দিতে মুছে।
নারীর রূপের পিছে আছে বেটা নয় মিছে সকলে এখন জানে
চাঁদের রূপের সনে -- উপমা নারীর ঘনে এইতো চাঁদের জাগা;
ফুলের মেদুর রূপ না পেলে অলিরা চুপ বিচ্ছেদের অভিমানে
তাই বুঝি সব অলি লেগে আছে ফুল কলি কেবল প্রসূন মাগা।।
নারীর হৃদয় কান্ত আবার হয়েছে শান্ত -- পুরুষের ছোঁয়া পেয়ে
পুরুষের তেজে জ্বলে -- রমণীরা কথা বলে সূর্যের মতন করে;
পারেনা রমণী একা পেতে বিজয়ের দেখা বিজয়ে পুরুষ ছেয়ে
তাই বুঝি বিধাতার ---- অমন সৃজন আর জাগায় এ প্রেম স্বরে।
চাঁদ ও রমণী তাই মেখে আছে রূপে ঠাঁই পুরুষের আছে তেজ;
আকাশের গায়ে মিশে হারায়না কেউ দিশে যুগলে সাজায় সেজ।।