চঞ্চল বাতাস আজ হেমের কারণে ফোটে বসন্ত এসেছে বলে মেখে
সুরভিত রাগিণীর তান ফুটে উঠে আজ কিংশুকে আকাশেতে মাতে;
বসন্তের অবয়ব রেখা ফুটে উঠে দেখি -- নীল আকাশের গায়ে রেখে
ভোমরেরা খেলা করে প্রজাপতি সনে আজ প্রসূনের গায়ে হুল ঘাতে।
ফুলের পরাগরেণু বাজিয়েছে প্রাণ বেণু ফুলেরা আজকে যেন জাগে
বাতাসের গায়ে রেখে ছুটে চলে সব রেণু আরেক ফুলের সাথে মিশে;
ভালোবাসা প্রকাশিত হল বুঝি নিজ বেগে প্রেমের হেমের ছায়া জাগে
হারিয়েছে লোক মন অমন প্রশান্তি দেখে পেয়েছি আমার নিজ দিশে।
তোমাকে দেখেছি আমি বসন্তের সমীরণে মেদুর বাতাস চাখাচাখি
বাতাস আজকে যেন মেখেছে তোমার রূপ চঞ্চল চপলা প্রাণে জেগে;
তোমায় দেখেছি আমি অপূর্ব অনিন্দ্য রূপে অপলকে করি মাখামাখি
হিমেল বাতাসে মন জাগিয়েছে জাগরণ আছে সুখ মন পানে লেগে।
বকুল চাঁপার কথা কানে আজ বাজে শুনি জোনাকিরা করে আলাপন
শিমুল পলাশ ফুলে উঠেছে আজকে দুলে মিতব্যয়ী হলনা যে কেউ;
তার সাথে দেখেছি যে একটি পদ্মের বিলে জলকেলি করে চলে মন
তোমার আমার তরে আজকের সমীরণ হলো যেন ভালোবাসা ফেউ।
ফিরাবো স্বপন আজ আমার নিজের সুরে কল্পনার মাখা গোলযোগে
কোথায় তুমি যে আজ এ দেখি আরেক নারী বাসনার রঙ মেখে আছে;
তোমার গড়নে তাই আমার চোখের 'পরে মরীচিকা দেখি চোখ রোগে
বিহ্বল পরান আজ অচেনা রমণী প্রেমে ভাবনার দোর মেলে পাছে।
ফিরাতে হয়েছে চোখ নিজের তাগিদ মেখে সম্মুখের দিকে চেয়ে থাকি
জানিনা যদি বা পাই সেই নারী হিয়া আমি অগ্রে ছুটে যাবো আমি চলে;
একলার বাসনার স্রোতে ভাসে শুধু প্রেম নিজের প্রণয় আজ আঁকি
কেমনে ছুটবো আমি বসন্তের কালে বলো কেউ ছাড়া হৃদয় উছলে।
প্রণয়ের দায় আসে তোমাকেই ভালোবাসে বসন্ত বলেনা কোন কথা
তাই আজ ছুটে চলি সেই নারী পানে আমি ফুলের সুরভি আসে নাকে;
সকল অতীত ভুলে মুছতে চেয়েছি প্রেম নতুন আহ্বানে ব্যাকুলতা
তাই বুঝি সেই ছায়া আজকের সমীরণে আমাকে নিকটে এসে ডাকে।