বসন্ত এসেছে আজ ভরে
কতনা ফুলের বাণী দিয়েছে বিধাতা এঁকে
অমন অবনী 'পরে--
বসন্ত এসেছে আজ ভরে।
কিংশুকের আকাশের রূপ আমি দেখি ঢের
সোনা আভা মোড়া--
ফসলের ঘুম নেই, আবেগের গান সেই
ছুটেছে রাগিণী ঘোড়া।
ভ্রমরেরা সিক্ত করে ফুলের পরাগরেণু
আপনার করে,
বসন্ত এসেছে আজ ভরে।

বসেছি দক্ষিণদ্বার মেলে আছি এইবার
দেখেছি সে রূপ,
বিমুগ্ধ করেছে আজ আকাশের রূপে তাজ
দেখি হয়ে চুপ--
দূরের ফাল্গুন বনে
শিমুলের চাহনিতে ধাতা মাখে মোর মিতে
তাই দেখে কাঁপি ভীরু মনে।
বকুল পরাগ মেখে অলি ছুটে এঁকে বেঁকে
মিঠে বলে খুবি--
আবার ছুটেছে তারা স্বাদে হলো দিশাহারা
মধু পেতে ডুবি--
তখন আমার হিয়া কেঁপেছে এ রূপ দিয়া
অতি নিরজনে
দূরের ফাল্গুন বনে।
চারিদিকে মিঠে ঘ্রাণে দেখি আমি আসমানে
সোনা মেঘ ঘনে--
দূরের ফাল্গুন বনে।

বসন্ত এসেছে আজ ভরে
আমার কবির মন রয়ে আছে নিমগন
কবিতা আপন স্বরে।
তুলে মাতি আজ ভবে সাক্ষরের অনুভবে
পাঠালাম বিধাতার তরে।
আয়োজনে ত্রুটি নেই গেয়েছি রাগিণী সেই
ছিলো যাই আমার অন্তরে,
যদি ধাতা করে গ্রাহ কেটে যাবে সব মোহ
গুঞ্জরন স্বরে,
বসন্ত এসেছে আজ ভরে।