অকস্মাৎ রশ্নিপাতে আকুল হয়েছে মন বরষার কালে
ঝরঝর ঝরিতেছে জলের ফোয়ারা আজ বৃষ্টির আবর;
কোথায় কদম্ব বনে ব্যাকুল সমীর যেন ছুটিতেছে ভালে
কোথায় সে অবসাদ কেটে গেছে আজ দেখি কাটিছে জাবর
মানবিক প্রাণ লয়ে ভালোবাসা ছুটে চলে কাননের তরে
সুবাসিত বিরহের কথামালা ছুটে আসে প্রাণের তাগিদ;
জীবনের খেরোখাতা মুছেছে মলিন স্মৃতি দেখি অবসরে
বুঝেছি তখনি আমি আমার প্রাণের পরে নামিয়াছে ঈদ।।
ছুটে যাই সেই বনে তোমার আলয় হতে আসিছে সুবাস
হাস্নাহেনা ভুলে গেছে নিজের সুবাস দিতে কদমের দায়;
তুমি তো ভুলোনি আজ সকল বিরহ টুটে করি হাঁসফাঁস
তাই বুঝি ইশারাতে ডেকে চলো বারেবার দিয়ে প্রেম সায়।
তোমার দেহের কোলে বরষা চুইয়ে পড়ে আদিমের খেলা;
আমি শুধু দেখে যাই ভালোবাসা বুঝি পাই অধুনা এবেলা।।