যেথায় আমার পূর্বপুরুষ তোমায় গেছে ডেকে,
সেথা আমার চলন শুরু মায়ের কোলের থেকে।।
শিখালো মা তোমায় ডাকা চলছে আমার মনের চাকা,
পারিনা হে ভুলতে তোমায় সুখ কিবা দুখ দেখে।।
মানব জনম শুনেছি হে তোমায় ডাকার লাগি,
আমার মনস্কামের স্রোতে তোমায় কেবল মাগি।
চক্ষু দেখা দেখেনি কেউ আছে দেখার বাসনা ফেউ,
পারিনা আর রাখতে আমি মন বাসনা ঢেকে।।
চাঁদের রূপের কথা শুনি ঢাকতে পারে কিতা,
প্রকাশ ঘটে যতই আড়াল করুক নিজের চিতা।
জ্বলন্ত চাঁদ পারেনা তা আঁচল মেখে দেখায় চাতা,
মেঘেরা সব বিফল হলো ঢাকতে সকল এঁকে।।
তোমায় রূপের বাণী শুনি আমার মনের ভারে,
ডাকছি আমি তোমায় তানে এসে তোমার দ্বারে।
মনে পড়ে অতীত কথা মায়ের মুখের ব্যাকুলতা,
বলতো তুমি সবচে' আপন এই জগতে চেখে।।
তাই শিখালাম তোমায় ডাকা আমার অনুজ সবে,
তারাও আজ মাতে কেবল ডাকছে নিজের ভবে।
পরম্পরা ধরেছে হাল কেউ জানেনা হবে কি কাল,
মরণ ব্যথার তান শুনেছি জীবন চালন মেখে।।