কবিরে আজ বাঁধো তুমি স্বাধীন করে দিলে মারে,
তাই বুঝি আজ শ্বাস ছেড়েছে মারে কবির স্বীয় ঘাড়ে।।
শিকল পড়া বেঁধেছো ডোর চিনতে কবি নারি সে জোর,
তোমার শিকল ভাঙবে কবি শক্তি কোথা আছে ভারে।।
শয়তানে আজ কবির ক্ষিতি করতে চেয়ে চলছে ছুটে,
বিসর্জনের ঘোড়ার লাগাম টানছে কবি পড়ছে লুটে।
পারেনি আর মুক্ত হতে আজ ভাসে সে করাল স্রোতে,
ওদিকে আজ মারের দু'হাত কামড় মারে কবির দ্বারে।।
এমন করে চলার বেলায় কবির বেদন ঝড়ে কাঁপে,
মারে কদম ফেললো পথে বন্দী কবি আছে চাপে।
তোমার খেলা বুঝতে কবি চলছে এঁকে জগত ছবি,
মুক্ত এবার করো মহান মারের দিকেই চেয়ে তারে।।